রাবিতে চিহ্নমেলা-বিশ্ববাংলা শুরু ৭ মার্চ


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৩ মার্চ ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা বিশ্ববাংলা-২০১৬’ শুরু হবে আগামী ৭ মার্চ। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের চত্বরে ৭ ও ৮ মার্চ এ মেলার অুনষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মিলনে জানানো হয়, এ মেলায় দেশ ও বিদেশের ১১০টি ছোট কাগজের স্টল ও তিন শতাধিক লেখক-সম্পাদক উপস্থিত থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা চিহ্ন তৃতীয় বারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ মেলাতে সাহিত্যের সৃজনশীল ও মননশীল শ্রেণিতে দুইজন সাহিত্যিককে চিহ্ন পুরস্কার ও ছোট কাগজ সম্মাননা-২০১৬ প্রদান করা হবে। এছাড়াও বাংলাদেশ ও ভারতের সাতটি ছোট কাগজকে চিহ্ন ছোট কাগজ সম্মাননা প্রদান করা হবে।

সম্মেলনের লিখিত বক্তব্যে চিহ্ন নির্বাহী রহমান রাজু বলেন, ৭ মার্চ সকাল ১০টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে মেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ও শিক্ষাবিদ আনিসুজ্জামান এবং সেলিনা হোসেন। এসময় রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক সনৎকুমার সাহা উপস্থিত থাকবেন।

চিহ্ন প্রধান শহীদ ইকবাল সাংবাদিকদের জানান, চিহ্ন এ মেলার মাধ্যমে প্রান্তিক এলাকার সাহিত্যিকদের তুলে আনার একটা চেষ্টা। এ মেলায় ১১০টি স্টলের মধ্যে পশ্চিম বাংলা থেকে ২৮টি ছোট কাগজ এবং ৫৬ জন সম্পাদক-সহ-সম্পাদকসহ লেখকরা অংশগ্রহণ করবেন। মেলাতে দেশের প্রায় সব জেলার স্টল থাকবে।

এর আগে দুইবার ২০১১ সালে এবং ২০১৩ সালে এ মেলার আয়োজন করা হয়। সাহিত্য পত্রিকা চিহ্ন ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়। লেখালেখি ছাড়াও এখানে ধারাবাহিক পাঠচক্র, রেবাবারের আড্ডা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। গত ১৬ বছরে চিহ্ন ৩০টি সংখ্যা বের করেছে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে বই মেলাতে ৩০তম সংখ্যা বের করা হয়।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।