নেত্রকোনায় বড় ভাইকে পেট্রল ঢেলে আগুন


প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১১ মার্চ ২০১৬

নেত্রকোনায় বড় ভাইকে পেট্রল ঢেলে আগুনে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাই দেলোয়ার হোসেন (৪১) এর বিরুদ্ধে। শুক্রবার রাতে পৌর শহরের নিউ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহে শহরের নিউ টাউন এলাকার কালা মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৫) এর শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় তার ছোট ভাই দেলোয়ার। এ সময় ছোট ভাই দেলোয়ার নিজেও অগ্নিদগ্ধ হয়।

নেত্রকোনা মডেল থানার এসআই আওয়াল সরদার জানান, জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে বলে সংবাদ পেয়েছি। দগ্ধ দুই ভাইকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কামাল হোসাইন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।