ফতুল্লায় ৫ হাজার লিটার চোরাই তেলসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৪ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ হাজার লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুবেল, স্বপন ও শাহীন। তাদের প্রত্যেকের বাড়ি ফতুল্লার পঞ্চবটিতে মেঘনা ও যমুনা ডিপোর আশপাশে।

সোমবার রাত পৌনে ১১টায় ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিদ, এসআই এবি সিদ্দিক, এএসআই কামরুল হাসান, এএসআই সেলিমের নেতৃত্বে দুইটি টিম তেল চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে ৫ হাজার লিটার ডিজেলসহ গ্রেফতার করেছেন।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, তারা ডিপো থেকে সরকারি তেল চুরি করে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।