আরাকান আর্মির চার সহযোগীর বিরুদ্ধে মামলা ট্রাইব্যুনালে
রাঙামাটির রাজস্থলী থেকে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়েসহ সংগঠনটির চার সহযোগীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দায়ের করা বিচারাধীন মামলাটি ট্রাইব্যুনালে পাঠিয়েছেন আদালত।
এছাড়া তাদের বিরুদ্ধে দায়ের করা বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে বিচারাধীন মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ এপ্রিল ধার্য্য করে চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার দুটি মামলায় আসামিদের হাজির করা হলে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক কাজী মো. মোহসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মং থোয়াই মারমা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ আগস্ট রাতে রাজস্থলীর কলেজপাড়া থেকে একটি বিলাসবহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়িটির কেয়ারটেকার জসি অং মারমা ও অংসু অং মারমাকে আটক করে রাজস্থলী থানা পুলিশে সোপর্দ করে যৌথবাহিনী। এ ঘটনায় রেনিন সোয়েসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন, বিদেশি মুদ্রা পাচার ও অবৈধ বিদেশি অনুপ্রবেশ আইনে পৃথক তিনটি মামলা করে রাজস্থলী থানা পুলিশ। পরে একই বছর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর এলাকা থেকে পলাতক আরাকান আর্মি নেতা ডা. রেনিন সোয়েকে আটক করা হয়।
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/এমএস