বয়সও দমাতে পারেনি তাদেরকে


প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৮ মার্চ ২০১৬

ক্রিকেট একটি ভিন্ন আঙ্গিকের খেলা। এই খেলায় উত্থান-পতন নতুন কিছু নয়। কখনও চার-ছক্কায় বাজিমাত। কখনওবা রানের খড়া। তবে এসব কিছুকে উপেক্ষা করেও নিজেদের প্রমাণে যথাসাধ্য চেষ্টা করে চলেন ক্রিকেটাররা। বয়সের ভারও এ ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে না তাদের জন্য। এমনই কিছু খেলোয়াড়ের বিষয়ে জানাচ্ছি জাগো নিউজের পাঠকদের...

ক্রিস গেইল
ক্রিকেট বিশ্বে এক পরিচিত নাম ক্রিস গেইল। বয়স এখন ৩৬ বছর। তাতে কি? বয়সের কোন ছাপই পড়েনি তার ক্যারিয়ারে। টি-টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপনে পরিণত হয়েছেন তিনি। প্রতিপক্ষের বোলারদের জন্য সাক্ষাৎ আতঙ্ক। মারমুখো ব্যাটসম্যান হিসেবেই বেশ পরিচিতি তার। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কৃষ্ণবর্ণ এই ক্রিকেটার ব্যাট হাতে জ্বলে উঠেছেন বার বার। এবারের বিশ্বকাপের শুরুতেই ৪৭ বলে সেঞ্চুরি করে নিজের বিধ্বংসীরূপটা আবারও দেখিয়ে দিলেন ক্রিকেট বিশ্বকে। বল হাতেও বেশ অঘটন ঘটর পটিয়সি। চমক দেখানোই যেন তার কাজ। ক্যারিয়ারের শুরুর পর এখন পর্যন্ত মোট ৪১৮টি ম্যাচ খেলেছেন এই ক্যারিবীয় ব্যাটম্যান। এর মধ্যে ১০৩টি টেস্ট, ২৬৯টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।
 
শহিদ আফ্রিদি
পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি। বিশ্বের দৃষ্টিনন্দিত খেলোয়াড়দের মধ্যে তার অবস্থান অনেক উপরে। ব্যাট ও বল হাতে মাঠে নায়কের ভূমিকায় থাকেন তিনি। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের সুবাদে ক্রিকেট বিশ্বে বুম বুম আফ্রিদি নামেই বেশি পরিচিত। বয়স ৩৬ বছর পেরিয়েছে বেশ আগে। বয়সের বাধা উপেক্ষা করে নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। তাই তো এখন পর্যন্ত তার খেলায় মুগ্ধ দর্শকরা। বাংলাদেশের বিপক্ষেই ১৯ বলে ৪৯ রান করে নিজের সামথ্যের আরও একবার প্রমাণ দিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর পর এখন পর্যন্ত মোট ৫২০টি ম্যাচ খেলেছেন এই পাক অধিনায়ক। এর মধ্যে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

তিলকারত্নে দিলশান
শ্রীলংকার অন্যতম মারকুটে ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করাই যেন তার একমাত্র লক্ষ্য। বয়স ৩৯ হলেও এর বিন্দুমাত্র ছাপ নেই তার খেলায়। সময়ের সাথে সাথে তার ব্যাটিংয়ের গতিও যেন বেড়ে চলেছে বহুগুন। ক্যারিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত মোট ৪৮৯টি ম্যাচ খেলেছেন এই লংকান টপ অর্ডার। এর মধ্যে ৮৭টি টেস্ট, ৩২৭টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

আরএ/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।