অস্ত্রেলিয়াকে ১৪৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড


প্রকাশিত: ১১:০৬ এএম, ১৮ মার্চ ২০১৬

মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিংয়ের পরও বড় সংগ্রহ করতে পারেনি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে কিউইরা।

শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিং উড়ন্ত সূচনা পায় তারা। পাওয়ার প্লের ছয় ওভারেই ৫৮ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। তবে এরপর অস্ট্রেলিয়ান বোলারদের তোপে পড়ে তারা।

নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন জেমস ফকনার। অষ্টম ওভারে গাপটিলকে ফেরান তিনি। ২৭ বলে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ রান করেন গাপটিল। এরপর নবম ও ১১তম ওভারে উইলিয়ামসন (২৪) ও এন্ডারসনকে (৩) ফেরান ম্যাক্সওয়েল। ফলে দারুণ চাপে পড়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। এরপর রস টেলরকে নিয়ে দলের হাল ধরেন কলিন মুনরো।

কিন্তু দলীয় ৯৭ রানে মিশেল মার্শের বলে ফিরে যান কলিন মুনরো (২৩)। যদিও শেষ দিকে গ্র্যান্ট ইলিয়টের ২৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান করে কিউইরা। অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাক্সওয়েল ও ফকনার উভয়ই ১৮ দিয়ে ২টি করে উইকেট পান।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।