ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৫ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর পারভেজ (২৫) নামে এক গামেন্ট শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ফতুল্লার বিসিক শিল্পনগরীর একটি খালে ফায়ার সাভিসের ডুবুরী দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত পারভেজ ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার আবুল হোসেনর ছেলে। তিনি বিসিকের ফকির গামেন্টের শ্রমিক ছিলেন।

ফতুল্লা মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শরফুদ্দিন পরিবার ও প্রত্যক্ষদশী সূত্রের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, পুলিশ লাইন-বিসিক গুদারাঘাটে পারভেজের বন্ধু ট্রলারের মাঝি হিসাবে কর্মরত রয়েছে।  শুক্রবার সকাল ১১টায় বন্ধুর সঙ্গে ট্রলার চালানোর কথা বলে বাসা থেকে বের হন পারভেজ। পরে তিনি ট্রলারে থাকা বাঁশ নিয়ে ট্রলার ভাসানোর সময় মাথার উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে আঘাত করলে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। এসময় স্থানীয়রা পারভেজকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহটি উদ্ধার করে।

এদিকে নিহতের চাচাতো ভাই গাফফার অভিযোগ করে বলেন, বিদ্যুৎ অফিসের লোকদের গাফলতিতে বিদ্যুতের তার মেরামত না করায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।