ফের দখল মহাখালীর ফুটপাত


প্রকাশিত: ১১:৩১ এএম, ২৫ মার্চ ২০১৬

বৃহস্পতিবারেও বনানী থানার পুলিশ এসে দুখলমুক্ত করেছিলেন মহাখালীর ফুটপাত। কিন্তু রাত পোহাতেই আবারো দখল হয়ে যায়। শুক্রবার সকাল থেকেই হরেক রকম পণ্য নিয়ে ফুটপাতে বসেছেন দোকানিরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই এলাকায় থানা পুলিশের এক পক্ষ ফুটপাত দখলমুক্ত করে যান, অপরপক্ষের ইশারায় চলে ফের দখলের প্রতিযোগিতা।

Mohakhali

অার দখল বাণিজ্য সবই চলে বনানী থানা যুবলীগ নেতা সোহেলের নেতৃত্বে। শুক্রবার সোহেল-ই দোকান বসানোর নির্দেশ দিয়ে গেছেন। একাধিক দোকানি সোহেলের উপর ভরসার কথাই বললেন।

নাম প্রকাশ না করে বেল্ট- চশমার এক ব্যবসায়ী বলেন, ‘সোহেল ভাইয়ের উপর ভরসা করেই তো দোকান বসাই। আমরা তো থানা-পুলিশ বা মেয়রের কাছে যেতে পারি না। সোহেল ভাইকে মাসে পাঁচ হাজার করে টাকা দিই। আর তিনিই সব মিটমাট করেন।

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে নতুন দুই মেয়র বিশেষ অভিযান পরিচালনা করছেন মাস খানেক অাগে থেকে। দখলমুক্ত হয়েছেও বটে। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মী আর পুলিশের যোগসাজসে স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না ঢাকার ফুটপাত।

Mohakhali

পথচারীর ভোগান্তির কথা বিবেচনা করে ফুটপাতের দোকান উচ্ছেদে মেয়রদ্বয়ের কড়া নির্দেশনা থাকলেও পুলিশ, যুবলীগ, ছাত্রলীগকে ঘুষ, চাঁদা দিয়েই, তা দখলে রাখা হয়েছে।

কথা হয়, মহাখালীর ফুটপাতে আরেক দোকানী নুরুল ইসলাম চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, টাকা না দিলে তো অামাদের এখানে বসতে দিতেন না। টাকার ভাগ সবাই পায়।

Mohakhali

নতুন মেয়রের অভিযানের কারণে ব্যবসায় মন্দা যাচ্ছে উল্লখ করে বেলাল নামের অারেক ব্যবসায়ী বলেন, ২৬ বছর ধরে আমি এখানে ফলের ব্যবসা করছি। যখন যারা ক্ষমতায় এসেছে তখন তাদেরকেই চাঁদা দিতে হয়েছে। এখনও চাঁদা দিয়েই দোকান করছি। তবে মেয়র চাইলে চিরতরে ফুটপাত দখলমুক্ত করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

এএসএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।