ঢাকা ছাড়লেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শর্মিলা রহমান সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। দুপুর ১২টা ১৫ মিনিটে লন্ডনের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান সিঁথি।

কেএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।