প্রতিষ্ঠাবার্ষিকী

সোমবার জিয়ার মাজারে শ্রদ্ধা ও প্রতিবাদ র‌্যালি করবে ছাত্রদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

আগামীকাল ১ জানুয়ারি, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও সারাদেশে প্রতিবাদ র‌্যালি করবে ছাত্রদল।

রোববার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, সেমাবার সকাল ১০টায় প্রয়াত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়-স্বজনদেরও গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে দুপুরে সারাদেশে র‌্যালি করবে ছাত্রদল।

পরদিন মঙ্গলবার বিকেল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভা করবে সংগঠনটি।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান জাগো নিউজকে বলেন, ‘দেশের কান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ২০২৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটে নির্বাচনের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ছাত্রদল গুম, খুন, হত্যা, নির্যাতন মেনে নিয়ে জীবনবাজি রেখে রাজপথে রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এবার জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার।’

কেএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।