মানুষের উচিত ভোটাধিকার প্রয়োগ করা: শাকিব খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসে চিত্র নায়ক শাকিব খান জানিয়েছেন, কিছু জায়গায় মানুষের উপস্থিতি কম হতে পারে। তবুও মানুষের উচিত ভোট দেওয়া। তিনি বলেন, ‘যদি কোথাও মানুষের উপস্থিতি একটু কমও হয়, আমি মনে করি মানুষের উচিত ভোটাধিকার প্রয়োগ করা।’

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোটের দিনটি সবার জন্য খুবই স্পেশাল বলে মনে করেন তিনি। শাকিব বলেন, ‘আজ দিনটি আমাদের জন্য অনেক স্পেশাল একটি দিন। বিশেষত আমাদের মতো সাধারণ মানুষের জন্য। আমরা আমাদের ভোটের ক্ষমতা দেখানোর সুযোগ পাচ্ছি। আজ আমরা নির্বাচিত করবো আমাদের লিডারকে। যারা আমাদের হয়ে কথা বলবেন।’

শাকিব খান বলেন, ‘যিনি নির্বাচিত হবেন, তিনি আমাদের উন্নয়নের জন্য কাজ করবেন। দেশের জন্য কাজ করবেন। সর্বোপরি আমাদের জন্য কাজ করবেন। ভোট আমাদের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার।’

ভোট খুবই শান্তিপূর্ণ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি গতবারও এসেছি, এবারও এসেছি আমার মাকে নিয়ে। বাবা তার বন্ধুদের নিয়ে সকালে এসে ভোট দিয়ে গেছেন।’

এএএম/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।