অচিরেই সরকারের পতন হবে: মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

দেশে গণতন্ত্র ফেরানোর আগ পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির একমাত্র লক্ষ্য। জনগণ রাজপথে আন্দোলন করছে। এ আন্দোলনে অচিরেই সরকারের পতন হবে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের নামে প্রহসনের নাটক হয়েছে। জনগণ এ নির্বাচন বর্জন করেছে। এখানে কোনো নির্বাচন হয়নি। নির্বাচনের নামে সিলেকশন হয়েছে। শুধু সাধারণ জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায়নি।’

কেএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।