বিএনপির কর্মসূচিতে মানুষ হাসে, এখন ঘোড়াও হাসে: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

বিএনপির কর্মসূচি কথা শুনে ‘মানুষ তো হাসে, ঘোড়াও হাসে’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি আন্দোলনের মাঠে আছে। তারা বলেছে আর স্লোগান নয় সরাসরি অ্যাকশনে যাবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই যে আপনি প্রশ্নটা করলেন। আপনার সহকর্মীরা হাসছে। মানুষ তো হাসে, ঘোড়াও হাসে।’

তিনি বলেন, ‘সরকার তো গত ২৮ অক্টোবরই পড়ে যায় ইলেকশন করতে পারবে না। ইলেকশন করলে সরকার গঠন করতে পারবে না, সরকার গঠন করলে সরকার টিকবে না। প্রথম বলা হয়েছিল পাঁচ দিনও টিকবে না, পরে বলা হয়েছিল ১৫ দিনও টিকবে না। নির্বাচন হয়েছিল ৭ জানুয়ারি আজকে ১২ ফেব্রুয়ারি।’

বিএনপির এখন লিফলেট বিতরণ- এটা একটা অ্যাকশন প্রোগ্রাম। এটা অনেকটা- ‘নেই কাজ তো খৈ ভাজ’। ইস্যুভিত্তিক আন্দোলনের যদি এই চেহারা হয়, তাহলে বিরোধীদল হিসেবে বিএনপি খাদের কত গভীরে যাচ্ছে, সেটাই বুঝা যাচ্ছে। আগে খাদের কিনারায় ছিল, এখন গভীরে যাচ্ছে।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির রাজনীতিতে ভুল করেছে। তারা এখন নিষ্ক্রিয়। বিএনপি এখনো একটা বড় দল। রাজনীতিতে তারা ভুল করেছে, ভুলের চোরাবালিতে তারা আটকে আছে। রাজনীতিতে তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে। দল হিসেবে আমি তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করিনি। করা উচিতও না।’

‘বিরোধীদল আছে, থাকবে। কার অবস্থান কখন জনগণের চোখে কি হবে, জনগণ কাকে কি চোখে দেখবে- সেটা সময়ের পরিবর্তনে সবকিছু স্পষ্ট হবে।’

বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে তাদের ১৩ নেতাকর্মী জেলখানায় মৃত্যুবরণ করেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘১৩ জনের তালিকাটা প্রকাশ করুক। তাদের ১৩ জন মারা গেল তা আমার জানা নেই।’

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ফিরে যাবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রক্রিয়া সম্পন্ন হলেই তারা নিয়ে যাবে। আলাপ-আলোচনা আছে। ফিরিয়ে নেবে সেই বিষয়ে দ্বিমত নেই। এ ব্যাপারে কোনো প্রকার লবিং করার দরকার নেই।’

আরএমএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।