পটিয়ায় শহীদ মিনারে বিএনপির ফুল দিতে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামের পটিয়ায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশি বাধায় পড়েছে বিএনপি। এ সময় বিএনপি নেতাকর্মীদের স্লোগান দিতে বাধা দেয় পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা পৌনে এগারোটার দিকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সাড়ে দশটার দিকে পটিয়া ডাকবাংলো বিএনপি অফিস থেকে পুলিশি প্রহরায় মিছিল সহকারে আদালত রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যায় পটিয়া উপজেলা ও পৌরসভার বিএনপির নেতাকর্মীরা।

এ সময় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের কয়েকজন সদস্য শহীদ মিনারে উঠে যায়। তখন বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন’ স্লোগান দিলে পুলিশের এক সদস্য বলেন, অ্যাকশন শহীদ মিনারে নয়, অ্যাকশন নিলে রাস্তায় আসেন।

পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, সরকার ভোটের অধিকার হরণ করেছে। এখন দেশে কথা বলার অধিকার নাই। যে কথা বলার জন্য রফিক জব্বার সালাম বুকের তাজা রক্ত দিয়েছেন। আজকে সেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতেও বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আজকে সকাল থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উস্কানি দিয়ে আসছে। সবশেষ শহীদ মিনারে বাধা দিয়েছে। আমরা পুলিশি বাধার মুখে স্বল্প সময়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, শহীদ মিনারে বিএনপিকে বাধা দেওয়া হয়নি। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের সহযোগিতা করেছে।

ইকবাল হোসেন/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।