যুবদলের নেতা কামাল আনোয়ার কারামুক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

গ্রেফতারের এক সপ্তাহ পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এসময় কারাফটকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সেখানে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম দুলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুবদল নেতা সোহেল রানা ও নিশান রহমানসহ অনেকে।

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কেএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।