কল্যাণ পার্টিতে অসন্তোষ, অতিরিক্ত মহাসচিব সাকিবের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ কল্যাণ পার্টিতে অসন্তোষের জেরে অতিরিক্ত মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল্লাহ আল হাসান সাকিব।

সোমবার সাকিব বলেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সাথে রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে দ্বিমত পোষণ করে কল্যাণে পার্টির সকল দায়িত্ব থেকে অব্যবহিত নিলাম।

তিনি বলেন, আমি মেজর জেনারেল ইবরাহিমের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা তাকে বুঝ দান করুন এবং জনগণের মনের ভাষা বোঝার তাওফিক দান করুন।

তিনি আরও বলেন, শুধু এমপি হওয়া একজন মানুষের লক্ষ্য হতে পারে না। রাজনৈতিক দল হতে হবে জনগণের কল্যাণের জন্য। শুধুমাত্র নিজের পরিবারের বিলাসিতার আকাঙ্ক্ষা পূরণ করাই যাদের উদ্দ্যেশ্যে তাদের দিয়ে জনগণের কোনো কল্যাণ হবে না। অতএব বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সাথে একমত পোষণ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নিজেকে পুনরায় শামিল করলাম।

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।