সংসদে বিধি ভেঙে পয়েন্ট অব অর্ডার চাইলেন চুন্নু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৪ মার্চ ২০২৪

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে সংসদ সদস্যরা যখন বক্তব্য রাখছিলেন, তখন হাত তুলে পয়েন্ট অব অর্ডারে কথা বলার আবদার জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। বৈদেশিক কর্মস্থান মন্ত্রী শফিকুর রহমানের রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য শেষ হতেই উঠে দাঁড়ান মুজিবুল হক চুন্নু। এরই আগেই ডেপুটি স্পিকার শামসুল হক টুকু শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে আহ্বান জানান।

এসময় চুন্নু উঠে দাঁড়িয়ে তাকে কেন পয়েন্ট অব অর্ডারে বলতে দেওয়া হবে না তা বার বার ডেপুটি স্পিকারের কাছে জানতে চান।

এসময় ডেপুটি স্পিকার তাকে বসার আহ্বান জানিয়ে বলেন, আপনি বসে পড়ুন, পরে আপনার কথা শুনবো। এখন আমি শিক্ষামন্ত্রীকে ফ্লোর দিয়েছি, তিনি বলবেন।

তারপরও চুন্নু কথা বলতে থাকেন। প্রায় এক মিনিট পর চুন্নু তার আসনে বসে পড়েন। নওফেলের বক্তব্যের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন বিরোধীদলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

আইএইচআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।