বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না: মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১২ পিএম, ১৬ মার্চ ২০২৪

বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে, লগি-বৈঠার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে, লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি বন্দুকের গুলি দিয়ে প্রকাশ করতে হয় না। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণই সব ক্ষমতায় উৎস।

আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন মঈন খান।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোনো কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো, তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেন হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোনো শক্তি নাই থাকে, তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতা দখল করেছে, সেই ক্ষমতা তো এখন উপভোগ করা উচিত। কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে।

মঈন খান আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ থেকে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সেজন্য গায়ের জোরে দেশ শাসন করছে।

তিনি বলেন, বিরোধীদলকে জুলুম-নির্যাতন করে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। এটা কোনো স্বাভাবিক দেশে হতে পারে না।

কেএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।