বুয়েটে দখলদারত্ব চালাতে রাজনীতি করতে চায় ছাত্রলীগ: জিএম কাদের
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দখলদারত্ব চালাতে বাংলাদেশ ছাত্রলীগ সেখানে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ। বুয়েটের সাবেক ছাত্র হিসেবে মনে করছি, ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না।
বুধবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে এ বলেন জিএম কাদের।
জিএম কাদের বলেন, বুয়েটে দখলদারত্ব চালাতে সেখানে রাজনীতি করতে চায় ছাত্রলীগ। তাদের উদ্দেশ্য ক্যাম্পাসের অন্য সব রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ও সাধারণ ছাত্রদের ওপর একক নিয়ন্ত্রণ কায়েম করা। এর মাধ্যমে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থসিদ্ধি করাই আসল উদ্দেশ্য।
এসএম/এমএএইচ/জেআইএম