সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহনশীল থাকার আহ্বান জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৮ এপ্রিল ২০২৪
জিএম কাদের/ফাইল ছবি

দেশের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, প্রতিবন্ধী এবং অসহায় মানুষের প্রতি সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (৮ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া বাণীতে তিনি দেশের মানুষের প্রতি এ আহ্বান জানান।

জিএম কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মহাখুশির ঈদুল ফিতরে মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এই আনন্দ উপলক্ষে মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।

জাপা চেয়ারম্যান বলেন, শেষ হতে চললো রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমাময় মাহে রমজান। রমজানের সিয়াম সাধনার ত্যাগ ও সংযমের সবার শিক্ষা ব্যক্তি ও সমাজ-জীবনে প্রতিফলন ঘটাতে হবে। ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। জোড়ালো করতে হবে মানুষে মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ।

তিনি সবার কল্যাণময় আগামী প্রত্যাশা করে বলেন, আমরা যেন দেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অবদান রাখতে সমর্থ হই। মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

এসএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।