১৪ দলে দূরত্ব থাকবে না: ওবায়দুল কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০ এএম, ২৪ মে ২০২৪
ফাইল ছবি

১৪ দলের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাতে গণভবনে ১৪ দলের সভা থেকে বেরিয়ে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জোটের নিজ নিজ দলকে আরও সংগঠিত এবং জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতাদের দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ১৪ দলকে আরও সংগঠিত করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। রাত ১০টার পর পর্যন্ত চলে এ সভা। সভার সূচনা বক্তব্য দেন জোটনেত্রী শেখ হাসিনা। এরপর জোট শরীক দলগুলোর শীর্ষ নেতারা কথা বলেন।

এসইউজে/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।