২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না: খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৫
আমীর খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপিসহ ৪২টি দল মিলেই ৩১ দফা করা হয়েছে। ২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না। কারণ জাতীয় সরকারের মাধ্যমেই এই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, বিএনপি একা নয়, ৪২ দল একসঙ্গে সরকার পতনের আন্দোলন করেছে, অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই পরিস্থিতি।

আরও পড়ুন

সরকার পতনের আন্দোলনে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বড় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের অন্য অংশীজনদের অবস্থান খাটো করে দেখা যাবে না। আন্দোলনের কৃতিত্ব নিতে গিয়ে যেন ভেদাভেদ সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। আগামীতে জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এই বিএনপি নেতা বলেন, আমরা কয়েক বছর ধরে রাষ্ট্রকাঠামো ঠিক করতে কাজ করছি। বাংলাদেশ অন্য দেশের মতো সাম্প্রদায়িক হবে না। 

তিনি আরও বলেন, জিয়াউর রহমান মেধাবৃত্তিক রাজনীতিতে জোর দিয়েছিলেন। বিএনপি এখনো সেই পথেই হাঁটছে। তবে আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে।

আলোচনা সভায় ঢাকাসহ সারাদেশ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা।

কেএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।