কায়রোতে মুফতি ওয়ালীয়ুর রহমানকে সংবর্ধনা

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন মিশর থেকে
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫

মিশরে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলে অন্তর্ভুক্ত বাংলাদেশের মুফতি ড. ওয়ালীয়ুর রহমান খানকে সম্মাননা জানিয়েছে ‘দারুল আজহার বাংলাদেশ’ মিশর শাখা। কায়রোতে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় মিলনায়তনে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এই সংবর্ধনা সভা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল আজহার বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাবিবুল বাশার আজহারী। তিনি আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‌‘দারুল আজহার বাংলাদেশ’ জ্ঞান, আদর্শ ও চরিত্রবান আলেম তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুফতি ওয়ালীয়ুর রহমান খানের আগমন আমাদের জন্য গৌরবের। তার প্রজ্ঞা, দিকনির্দেশনা ও নসিহত আমাদের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

কায়রোতে মুফতি ওয়ালীয়ুর রহমানকে সংবর্ধনা

তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের মধ্যে আমানত দায়িত্ব, নৈতিকতা ও দ্বীনদারিত্ব প্রতিষ্ঠায় অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনা অপরিহার্য।

কায়রোতে মুফতি ওয়ালীয়ুর রহমানকে সংবর্ধনা

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ড. ওয়ালীয়ুর রহমান খান দারুল আজহারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইলমে দ্বীন প্রচার-প্রসার করাই একজন আলেমের প্রকৃত দায়িত্ব। এজন্য শিক্ষক–শিক্ষার্থীদের তাকওয়া, নিষ্ঠা ও উম্মাহর প্রতি গভীর দায়বদ্ধতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নৈতিকতার চর্চা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

কায়রোতে মুফতি ওয়ালীয়ুর রহমানকে সংবর্ধনা

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কায়রোসহ বিভিন্ন এলাকার আলেম–উলামা, আজহারী শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]