খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মালদ্বীপে বিএনপির দোয়া

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৪ জানুয়ারি ২০২৬
মালদ্বীপে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়।

দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

jagonews24

আলোচনায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং আপসহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, দেশ ও জাতির জন্য সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রবাসেও তার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠিত থাকার আহ্বান জানান।

jagonews24

মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম সম্পাদক মাসুম বিল্লাহ। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহে মিয়া রানা, সহ-সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন ফেনী, যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম, রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]