দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৫ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সঞ্জিত রায় (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সঞ্জিত প্রবাসী এক বাংলাদেশির মুদির দোকানে কাজ করতেন। চার বছর আগে জীবিকার সন্ধানে তিনি দক্ষিণ আফ্রিকায় যান। লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামের প্রয়াত মোহনবাশী রায়ের ছেলে সঞ্জিত বিবাহিত। তার আট বছরের একটি ছেলে রয়েছে।

এ ঘটনায় দেশটির স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সঞ্জিতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]