বঙ্গবন্ধুর অবিসংবাদী নেতৃত্বে অর্জিত হয় স্বাধীনতা
যথাযোগ্য মর্যাদায় ও লেবাননস্থ বৈরুত দূতাবাসে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফির সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব ও চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন।
সভার শুরুতে কোরআন তেলওয়াত ও পরে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।
আলোচনায় অংশ নিয়ে শ্রম সচিব বলেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেযেছি স্বাধীন বাংলাদেশ। একটি লাল সবুজের পতাকা। জাতির পিতা বঙ্গবন্ধুর সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই বীর বাঙালি জাতি যুদ্ধে জয়লাভ করে। বঙ্গবন্ধুর অবিসংবাদী নেতৃত্বে অর্জিত হয় স্বাধীনতা।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল আখ্যা দিয়ে সকল প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। করোনাভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন।
এছাড়াও অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। ওই সময় দূতাবাসের সকল কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
এমআরএম/পিআর