মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ থেকে
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে হাইকমিশনারের প্রথম সচিব মো. সোহেল পারভেজ অবৈধ কর্মীদের দ্রুত চুক্তির আওতায় যাওয়া, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, কল্যাণ বোর্ডের সদস্যপদ নেওয়া, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সোহেল পারভেজ বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রবাসীদের জন্য সুযোগ-সুবিধা বাড়বে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

সভা শেষে হাইকমিশনারের পক্ষ থেকে কল্যাণ সহকারী আল মামুন পাঠান সবাইকে তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণ করেন।

এর আগে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে হাইকমিশনারের একটি প্রতিনিধিদল মাফুসী আইল্যান্ড সফর করেন। এসময় তারা মাফুসী কাউন্সিলের প্রেসিডেন্ট হাসান সোলাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। হাইকমিশনারের প্রতিনিধিদল মাফুসীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও মাফুসীর উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

আরএডি/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]