মালদ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান, মোহাম্মদ জসিম উদ্দিন ও বার্তা বাহক আবু রায়হান।

দিনটির তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করে হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ স্বাগত বক্তব্য দেন। এরপর প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর ও চিকিৎসক মোক্তার আলী লস্কর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয় এবং সবশেষে প্রধান অতিথি হাইকমিশনার বক্তব্য দেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর ভাষা সৈনিকদের।

মালদ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

তিনি মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি এবং মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মের জন্য ভাষা আন্দোলনের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২১শের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ওপর লিখিত দুটি কবিতা আবৃত্তি করেন মিশনের কনস্যুলার সহকারী ময়নাল হোসেন ও মো. শরিফুল ইসলাম, ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং আল্ট্রা ব্লু ট্রাভেল অ্যান্ড ট্যুরস।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিকরা অংশ নেন। এছাড়াও দিবসটি উপলক্ষে প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com