কানাডায় এনডিপির ইফতার মাহফিল

আহসান রাজীব বুলবুল
আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০১ এপ্রিল ২০২৩

কানাডার ক্যালগেরির ফাহাদ রেস্টুরেন্টে আলবার্টা সরকারের বিরোধী দল এনডিপির সৌজন্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিরোধী দলের নেতা রিচাড নেটলি উপস্থিত ছিলেন।

ইফতার পার্টিতে কমিউনিটি ব্যক্তিত্বরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। এছাড়াও আসন্ন আলবার্টার প্রাদেশিক নির্বাচন নিয়ে এনডিপির নেতা-কর্মীরা আলোচনা করেন।

ইফতার আয়োজনে প্রধান বিরোধী দল এনডিপির সভাপতি রিচাড নেটলি বলেন, রমজান মাসের ইফতার পার্টিতে সবাই একসঙ্গে হতে পেরে খুবই ভালো লাগছে। এছাড়াও তিনি তার নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

ইফতার পার্টিতে বিভিন্ন কমিউনিটির কমিউনিটি ব্যক্তিত্ব এবং এনডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]