চীনা ধাঁচের গণতন্ত্র শীর্ষক সিম্পোজিয়াম

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০১ জুন ২০২৩

ছাইয়েদুল ইসলাম

জনগণের কল্যাণে গণতন্ত্র থিমে ‘চীনা ধাঁচের গণতন্ত্র’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সিম্পোজিয়াম উদ্দেশ্য হলো, চীনা ধাঁচের গণতন্ত্র সম্পর্কে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাগ করে নেওয়া। বাংলাদেশসহ বিভিন্ন দেশের যুব প্রতিনিধিরা এই সিম্পোজিয়ামে অংশ নেয়।

বুধবার (৩১ মে) বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স অফিসের পরিচালক পান লিনঝু সভাপতিত্বে সিম্পোজিয়ামটি বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেসের হল রুমে অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামটি আয়োজন করে সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন।

চীনা ধাঁচের গণতন্ত্র শীর্ষক সিম্পোজিয়াম

সিম্পোজিয়ামে বক্তব্য দেন, সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট হেনরি ওয়াং হুইইয়াও, সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন এর সেক্রেটারি-জেনারেল মাবেল লু মিয়াও, বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস এর স্থায়ী কমিটির সদস্য লি চিং, বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস এর পার্টি কমিটির সেক্রেটারি আন লিচুয়ান আরও অনেকে।

চীনা ধাঁচের গণতন্ত্র শীর্ষক সিম্পোজিয়াম

যুব প্রতিনিধিরা চীনের জনগণের কল্যাণের জন্য বেইজিং মিউনিসিপ্যালের গণতন্ত্র অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্যদের মিটিং রুম এবং ইনস্টিটিউট পরিদর্শন করে। তাছাড়া যুব প্রতিনিধিরা বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস এর ডেপুটি এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কাছে চীনা ধাঁচের গণতন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য সিম্পোজিয়ামে প্রশ্ন করে থাকে।

চীনা ধাঁচের গণতন্ত্র শীর্ষক সিম্পোজিয়াম

বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ক্যামেরুন, নাইজেরিয়াসহ ১৩টি দেশের যুব প্রতিনিধিরা চীনা ধাঁচের গণতন্ত্র শীর্ষক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]