কুয়েতপ্রবাসী আলাউদ্দিনের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুয়েত
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

কুয়েতপ্রবাসী মো. আলাউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় শান্তিরহাট মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় চট্টগ্রামের মিরসরাই এক আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, মীরসরাই সমিতি, কুয়েতের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনসহ সমিতির নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত আলাউদ্দিন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৪নং ধুম ইউনিয়নের উত্তর ধুম গ্রামের বন্দে আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।

তিনি দীর্ঘদিন কুয়েতের ফরওয়ানিয়া গভর্নর সিআইডি ব্রাঞ্চের অফিস সহযোগী হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের ভাগিনা মাসুক বলেন, আমার মামা ছুটি শেষে নভেম্বর মাসে কর্মস্থল কুয়েত ফিরে যায়। দীর্ঘদিন ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগতে ছিলেন। চিকিৎসার জন্য কুয়েতের হাসপাতালে ভর্তি হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অবস্থার অবনতি হলে সাবা হাসপাতালে স্থানান্তর করা হলে হার্টে সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com