কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সাবাহ আল-আহমাদ সিটিতে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।
নিহতের এক নিকটাত্মীয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে হাসাবিয়া থেকে কাজ করার জন্য ওয়াফরা গিয়েছিলেন আমির। বিকেলে ফেরার পথে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
আমির হোসেনের মরদেহ আদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা।
ইএ/এএসএম