গ্রিসের জাতিসংঘ দূতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের টাস্কফোর্স প্রধান রাষ্ট্রদূত মারিয়া থিওফিলির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

বৈঠকে গাজায় সংঘাত নিরসন বিশেষ করে, সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের নিরাপত্তাজনিত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রদূত।

গত সোমবার স্থানীয় সময় বিকেলে গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের টাস্কফোর্স প্রধানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, তারা দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন

সম্প্রতি ২০২৫-২০২৬ সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় গ্রিসকে অভিনন্দনও জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

আলোচনায় দীর্ঘস্থায়ী গ্রিস-বাংলাদেশ সম্পর্ক, জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান এবং গাজায় সংঘাত নিরসন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের জন্য সমর্থনের মতো অভিন্ন অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রদূত।

বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা উদ্যোগের জন্য গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন কামনা করেছেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। উভয় রাষ্ট্রদূত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]