মানবপাচার : মালয়েশিয়ায় এক বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড


প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৯ জুন ২০১৬

মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে নূরুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি নাগরিককে ১০ বছরের সাজা দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। গত দুই বছরে দেশটিতে মানবপাচারের অভিযোগে বৃহস্পতিবার আদালত নূরুলকে এই সাজা দেন।

নূরুল ইসলামের বিরুদ্ধে প্রথম অভিযোগ, ২০১৪ সালের অক্টোবর থেকে গত বছরের ৩ মে মধ্যে মালয়েশিয়ার পারলিস প্রদেশের ওয়াং কেলিয়ানে মোহামাদ নুরবাসার নামের একজন বাংলাদেশিকে পাচার করে সে। দ্বিতীয় অভিযোগ, ২০১৪ সালের অক্টোবর থেকে গত বছরের এপ্রিলের মধ্যে দেলোয়ার নামে একজনকে পাচার।

এছাড়া তার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ, ২০১৪ সালের নভেম্বর থেকে গত বছরের ৩ মের মধ্যে জয় নামের একজনকে পাচার করেছেন তিনি।

নূরুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হওয়ায় মালয়েশিয়ার জুডিশিয়াল কমিশন এ সাজা দেয়। জুডিশিয়াল কমিশনার আবু বক্কর কাতার এই সাজার নির্দেশ দেন।

এর আগে, গত ২ মে গ্রেফতার করা হন নূরুল ইসলাম। গ্রেফতারের দিন থেকে তার ১০ বছরের দণ্ড শুরু হবে বলে জানান আদালত।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]