দুবাইয়ে বাংলাদেশি যুবক খুন


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৫ নভেম্বর ২০১৬

দুবাইয়ে জহুর আলী (২৮) নামে এক বাংলাদেশি এক যুবক খুন হয়েছেন। শুক্রবার দুবাইয়ের বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে জহুর আলীর মরদেহ পাওয়া যায় বলে পরিবারকে তার সহকর্মীরা জানিয়েছেন।

নিহত জহুর আলী হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। পরিবারের দাবি যত দ্রুত সম্ভব যেন তার মরদেহ দেশে আনা হয়।

নিহতের পরিবার জানান, জহুর আলী ১৩ বছর আগে জীবিকার তাগিদে দুবাই যান। দুবাইয়ের সারজা শহরের একটি কোম্পানিতে তিনি শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসা থেকে তিনি বের হন। এরপর আর ফিরে আসেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শুক্রবার বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে তার মরদেহ পাওয়া যায়।

সহকর্মীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে সারজা মেডিকেলে নিয়ে যায়। খবর পেয়ে দুবাইয়ে থাকা জহুর আলীর স্বজনরা সেখানে ছুটে গেলে পুলিশ তাদের মোবাইল ফোন জব্দ করে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে জহুর আলীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, জহুর আলী দুবাইয়ে মারা গেছেন বলে শনিবার ভোরে শুনেছি। তবে তার পরিবারের কেউ এখনও বিষয়টি পুলিশকে জানায়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]