ইতালিতে ২১ উদযাপন পরিষদের ব্যাপক আয়োজন


প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে ইতালিতে ২১ উদযাপন পরিষদ ব্যাপক আয়োজন করেছে। ইতালির রাজধানী রোমে ২০ ফেব্রুয়ারি থেকে ২১ উদযাপন পরিষদের কার্যক্রম শুরু হবে। একুশ উদযাপন পরিষদের আয়োজনে রোমের লারগো প্রেনেসতে নামক স্থানে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে প্রবাসী বাংলাদেশিরা সেখানে শহীদদের প্রতি শ্রব্ধা নিবেদন করবেন। এছাড়া দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। এর মধ্যে ২০ ফেব্রুয়ারি ৯টায় অস্থায়ী শহীদ মিনার তৈরি। প্রথম সন্ধ্যায় সংগীত অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে একুশবিষয়ক আলোচনা, শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ শেষে অতিথি আপ্যায়ন এবং রাত ১২টা ১ মিনিটে মিনারে পুষ্প অর্পণ।

প্রতি বছরের ন্যায় এবারও একুশে উদযাপনের উদ্যোগে জাকজমক পূর্ণ’ আয়োজনের মাধ্যমে প্রবাসীরা শহীদদের প্রতি শ্রব্ধা জানাবেন। এছাড়াও অস্থায়ী শহীদ মিনারে আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দের অংশগ্রহণ থাকবে। তাছাড়া সার্বিকভাবে সহযোগিতা করছে আঞ্চলিক সমিতিগুলো।

২১ ফেব্রুয়ারিকে সাফল্যমণ্ডিত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু অাহ্বায়ক, সদস্য সচীব অলি উদ্দীন শামিম, সভাপতি জালালাবাদ কল্যাণ সংঘ, প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি বৃহত্তর ফরিদপুর সমিতি, প্রধান সমন্বয়কারী বৃহত্তর নোয়াখালী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দীন, সার্বিক তত্ত্বাবধানে দীদারুল আবেদীন (সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি), কৃতজ্ঞতায় বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান কমরুল, সহসভাপতি গোলাম মোস্তফা, তরিকুল ইসলাম তারা মিঞা, কামরূল হাসান প্রমুখ।

অন্যদের মধ্যে ব্যবস্থাপনায় বাংলাদেশ সমিতি ইতালি, প্রশাসনিক সহযোগিতায় ধূমকেতু সোসাল সংগঠন। ইতালিতে অবস্থিত বাংলা ভাষাভাষিসহ পাশাপাশি অন্যান্য জাতিকে ২১ উদযাপন পরিষদ ভাষা শহীদের প্রতি সন্মান জানাতে আমন্ত্রণ জানিয়েছে।

জেডএ/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com