করোনা মোকাবিলায় সিঙ্গাপুরের মন্ত্রী-এমপিদের অনন্য দৃষ্টান্ত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০

সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮৫৮ জন। সংক্রমণ ঘটেছে ৮৩ হাজার ৩৭৯ মানুষের শরীরে।

বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সারাবিশ্বে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সিঙ্গাপুরও এর ব্যতিক্রম নয়। করোনা চিকিৎসায় দেশটি অভাবনীয় সাফল্য দেখিয়েছে। দেশটিতে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ জন। নতুন রোগীদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, মরণঘাতী এই ভাইরাসে দেশটিতে কোনো মৃত্যুর খবর নেই।

কোভিড -১৯ চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য দেখানোর পর এবার দেশটি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল। জাতীয় এই দুর্যোগ মোকাবিলায় সংহতির অংশ হিসেবে এক মাসের বেতন-ভাতা না নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সকল মন্ত্রী ও এমপি (সংসদ সদস্য)। শুধু তা-ই নয় দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাও করোনাভাইরাস মোকাবিলায় তাদের অর্ধেক মাসের বেতন না নেয়ারও ঘোষণা দিয়েছেন।

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশটির উপ-প্রধানমন্ত্রী হেইং সুই ক্যাট এমন তথ্য জানিয়েছেন। সংসদে দেয়া বাজেট বক্তৃতায় তিনি আরও জানান, রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকোবও স্বপ্রণোদিত হয়ে এক মাসের বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন।

দেশটির জনপ্রশাসন বিভাগও শুক্রবার এক বিবৃতিতে জানায়, সিঙ্গাপুরের সকল সংসদ সদস্য (এমপি) তাদের এক মাসের বেতন-ভাতা নেবেন না। সরকারি উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তাও তাদের অর্ধেক মাসের বেতন-ভাতা না নেয়ার ঘোষণা দিয়েছেন। এসব কর্মকর্তাদের মধ্যে সচিব, উপ-সচিব এবং বিভিন্ন বিভাগের নির্বাহী প্রধানগণ রয়েছেন।

singapore

একই সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা হেইং সুই ক্যাট সংসদে দাঁড়িয়ে আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মরণঘাতী ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হব। আমাদের দেশের সকল নাগরিক ও প্রতিষ্ঠান করোনাভাইরাস প্রতিরোধে সক্রিয়া ভূমিকা রাখছেন। শ্রমিক-মালিক একে-অপরকে সমর্থন দিচ্ছের, প্রতিবেশীরা পরস্পরের খোঁজ-খবর নিচ্ছেন, রাজনীতিবিদরা হাতে হাত রেখে এই সংকট থেকে উত্তরণে একসঙ্গে কাজ করে যাচ্ছেন।

‘কোভিড -১৯ প্রতিরোধে আমরা কার্যকরভাবে সক্ষম হবো কারণ আমাদের সরকার ও জনগণ— পরস্পরের মধ্যে দৃঢ় আস্থা বিরাজমান এবং আমরা সকলে এর বিরুদ্ধে লড়াইরত।’

দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লং শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে উল্লেখ করেন, বর্তমানে এটি (করোনাভাইরাস) আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও ভাইরাসটি সারাবিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে। এ কারণে আমরা সর্বোচ্চ সতর্কব্যবস্থা গ্রহণ করেছি।

সরকারের নেয়া এমন উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। প্রবাসী নাজমুল খান জানান, সিঙ্গাপুর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আরেকটি সুন্দর উদাহরণ যা বিশ্বনেতারা সিঙ্গাপুর সরকার ও রাজনীতিবিদদের কাছ থেকে শিখতে পারেন।

তিনি বলেন, অন্য দেশের রাজনীতিবিদরা যেখানে সস্তায় যন্ত্রপাতি ক্রয় করে আর্থিক ফায়দা লুটার চেষ্টা করেন, সেখানে তারা বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। আবারও সিঙ্গাপুর দেখাল যে, কীভাবে আন্তর্জাতিক সমস্যা মোকাবিলা করতে হয়, কীভাবে জাতীয় ঐক্য স্থাপন করতে হয়। তাদের এক মাসের বেতন করোনাভাইরাস মোকাবিলায় কিছুটা হলেও অবদান রাখতে পারবে- মনে করছেন প্রবাসীরা।

সূত্র : সিঙ্গাপুর টুডে

এমএআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]