করোনাভাইরাস : ইতালিতে রেডজোন আইন অমান্য করলেই জেল-জরিমানা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৯ মার্চ ২০২০

ক্রমেই ইতালিতে বিস্তার বাড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দিন দিন বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যে দেশটির কয়েকটি প্রদেশকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে সরকার। জরুরি প্রয়োজন ব্যতীত সেখানে কাউকে বের না হতে নিষেধ করা হয়েছে। আর এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দেশটিতে ৩৬৬ জনের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৭৩৭৫ জন। তবে শুধুমাত্র রোববার (৯ মার্চ) একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ দিন নতুন আক্রান্ত হয়েছে ১৪৯২।

দেশটিতে গুরুতর অবস্থায় ৬৫০ এবং চিকিৎসাধীন ৬৩৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৬১২ জন। অন্যদিকে ইতালিতে পাব ও ডিস্কো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

italy-2.jpg

সরকারের ডিক্রিতে রেড জোন দেয়া হয়েছে ইতালির কয়েকটি প্রদেশ। এরমধ্যে মোডেনা, পারমা, পিয়াসেনজা, রেজিও এমিলিয়া, রিমিনি, পেসারো এবং উরবিনো, ভেনিস,পাডুয়া, ট্র্যাভিসো, আস্তি, আলেসান্দ্রিয়া, নোভারা, ভারবানো, কুসিও অসসোলা এবং ভেরসেল্লি। এসব এলাকা থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের হতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকার বলছে, এই রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানা অন্যথায় ৩ মাসের জেল দেয়া হবে। এছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা, মসজিদ আগামী ১৫ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে জনবহুল রোম ও লাজিও জোনে ৭৬ আক্রান্ত হয়েছে এরমধ্যে তিন জন সুস্থ ও এক জন মারা গেছে।

বাংলাদেশিসহ প্রতিটি দেশের নাগরিকদের চলাফেরা সীমাবদ্ধ করা হয়েছে। করোনা আতঙ্কে রোম যেন ভূতুড়ে শহরে পরিণত হয়েছে।

এফআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]