মিশিগানে বিনামূল্যে চাল-তেল বিতরণ করলেন বাংলাদেশি ব্যবসায়ী
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এক বাংলাদেশি ব্যবসায়ী বিনামূল্যে চাল ও তেল বিতরণ করেছেন। দেশি ফ্রুটস মার্কেটের স্বত্বাধিকারী শেখর দেবের উদ্যোগে স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এগুলো বিতরণ করা হয়।
করোনাভাইরাসের কারণে মিশিগান রাজ্যে খাদ্য সংকট দেখা দেয়ায় এ উদ্যোগ নেন ব্যবসায়ী শেখর দেব।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আমাদের ব্যবসা ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা এই জনসমাজ থেকেই অর্থ আয় করছি। তাই আমাদের উচিত সংকটে তাদের পাশে থাকা। এ জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা জনপ্রতি ১০ পাউন্ড চাল ও এক গ্যালন তেল দিয়েছি।
জ্যাকসন হাইটস অঞ্চল থেকে টাকা দিয়ে পণ্য কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করে অ্যাডভোকেট সারোয়ার কায়েস বলেন, করোনাভাইরাস বিষয়টাকে আমাদের কমিউনিটির ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাদের উচিত ছিল বিষয়টাকে মানবিক দৃষ্টিতে দেখা। পণ্যের মান, দাম, জোগান এবং মজুতের সমন্বয় করে ক্রেতাদের মাত্রাতিরিক্ত ক্রয় করা থেকে বিরত করা।
সারোয়ার আরও বলেন, মিশিগানের ব্যবসায়ীর কাছ থেকে আমাদের কমিউনিটির ব্যবসায়ীদের শিক্ষা নেয়া উচিত। যেই কমিউনিটিতে থেকে তারা ব্যবসা করছেন, বিপদের সময় সেই কমিউনিটির প্রতি তাদের মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসা উচিত।
মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল যেসব দোকানে অতিরিক্ত মূল্য হাঁকছে সেই সব দোকানের বিরুদ্ধে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ জন্য মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে হ্যান্ড স্যানিটাইজার, চাল, ড্রাই ফুডসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে বেড়েছে উদ্বেগ। অনেক দোকানে আইটেম লিমিট করে দেয়া হয়েছে।
নিউইয়র্কের বেশিরভাগ বাঙালি গ্রোসারিগুলো পণ্যের দাম বৃদ্ধি করেছে। এই জন্য সাধারণ জনগণের ও চলছে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদের ব্যাপক প্রচেষ্টা।
এমএসএইচ