করোনায় মিলান সেন্ট্রাল মসজিদের সাবেক সভাপতির মৃত্যু
ইতালির মিলান সেন্ট্রাল মসজিদের সাবেক সভাপতি বাংলাদেশি নাগরিক সাঈদ হোসেন জসিম (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার লন্ডন স্থানীয় সময় আনুমানিক বেলা আড়াইটায় ম্যানচেস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লন্ডন প্রবাসী নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে ইতালির মিলানে ছিলেন সাঈদ হোসেন। এরপর লন্ডন চলে যান। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সপরিবারে ম্যানচেস্টারে থাকতেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দেশের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীর হাটে। তার মৃত্যুতে ইতালি ও লন্ডনে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৯৬৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৮৪ জনে।
মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬ হাজার ৪৯৮। সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৩২ এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩২ জন। একদিনে আক্রান্ত রোগী ৫ হাজার ৯০৯ জন। এ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি।
বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ হাজার ৯৪৭ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ।
বিএ