সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও দুই বাংলাদেশি

ওমর ফারুকী শিপন
ওমর ফারুকী শিপন ওমর ফারুকী শিপন , সিঙ্গাপুর প্রতিনিধি সিঙ্গাপুর প্রবাসী
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৯ মার্চ ২০২০

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আরও ৪২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। এ নিয়ে সেখানে মোট ১১ বাংলাদেশি আক্রান্ত হলেন।

রোববার (২৯ মার্চ) সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়।

এ দুজন নিয়ে সিঙ্গাপুরে মোট ১১ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চারজন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে ফিরেছেন। এখনো চিকিৎসাধীন আছেন সাতজন। যে দু’জন নতুন করে আক্রান্ত হয়েছেন, তাদের একজনের বয়স ৩৫ বছর, আরেকজনের ৪৮ বছর। দুজনেই সিঙ্গাপুরের লংটার্ম পাস হোল্ডার।

আর সবমিলিয়ে সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ৮৪৪ জন। এর মধ্যে মারা গেছেন তিনজন। রোববারই মারা গেছেন একজন, তার বয়স হয়েছিল ৭০ বছর। এছাড়া সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২১২ জন। এর মধ্যে রোববারই ফিরেছেন ১৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে আক্রান্তদের মধ্যে ২৪ জনই বিদেশ ভ্রমণ করে এসেছেন। ১৮ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন৷ ৮ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছেন রয়েছে। ১০ জন কীভাবে আক্রান্ত হয়েছেন, তা এখনো জানা যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৬২৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৯ জনের অবস্থা ক্রিটিক্যাল। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ২০৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো। কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদের অন্য রোগীদের কাছ থেকে আলাদা করে যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগলস হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাসিলিটিতে রাখা হয়েছে।

এইচএ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]