আমিরাতে যেসব জায়গায় মাস্ক ব্যবহার না করলে জরিমানা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ৩০ মার্চ ২০২০

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে দেশটিতে চলছে করোনাভাইরাস মোকাবিলায় নানা কর্মসূচি।

রোববার (২৯ মার্চ) দুবাই ইকোনমিক জানিয়েছে, আমিরাতের সব কো-অপারেটিভের শাখায় ও লুলু হাইপার মার্কেটের সকল শাখায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া দেশটির প্রতিটি সুপার মার্কেট ও হাইপার মার্কেটে প্রবেশের সময় বিনামূল্যে গ্লাভস দিচ্ছে, যা ক্রেতাদের বাধ্যতামূলক ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

এই দুটি মার্কেটের ক্রেতা ও কর্মচারীদের মাস্ক ব্যবহার না করলে ১ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে। এছাড়া যাদের জ্বর-সর্দি তাদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে।

দুবাই ইকোনমিক আরও জানিয়েছে, আমিরাতে অবস্থানরত সব নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭০ জনে। এছাড়া মারা গেছেন একজন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ জন।

রোববার (মার্চ ২৯) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমিরাতে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছে ৫৭০ জন। মৃত্যু হয়েছে আগের দুজনসহ মোট ৩ জন। আর নতুন তিনজনসহ ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

এমএসএইচ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com