নিউইয়র্কে করোনায় প্রাণ হারালেন সাংবাদিক স্বপন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ এএম, ৩১ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ফটো সাংবাদিক এ. হাই স্বপন মারা গেছেন।

স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে জ্যামাইকা কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এ. হাই স্বপন। পাঁচদিন আগে তিনি ডায়ালাইসিস করতে হাসপাতালে যান। ডায়ালাইসিস শেষে তাকে ছেড়ে দেয়ার প্রস্তুতি চলছিল।

শরীরে জ্বর থাকায় করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করালে পজেটিভ রিপোর্ট আসে। আর একদিনের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর সোমবার তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এ. হাই স্বপন দৈনিক বাংলাবাজার এবং দৈনিক মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন ফটো সাংবাদিক হিসেবে করেছিলেন।

নিউইয়র্কে সাপ্তাহিক আজকাল, প্রথম আলো উত্তর আমেরিকা ও টিবিএন-২৪ টিভিতে কাজ করেছেন। সর্বশেষ ছিলেন আজকাল পত্রিকায়।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]