ভেঙে পড়েছে ইউরোপের অর্থনীতি : করোনায় সাইপ্রাসে আক্রান্ত ৫৮

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:০২ এএম, ০২ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইউরোপ। সেখানকার বিভিন্ন দেশে দিনেদিনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। সাইপ্রাসে শুরুতেই দু’একজন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি মারাত্মকভাবে প্রভাব ফেলেছে।

করোনা ভাইরাসের প্রভাবে স্থবির সমগ্র ইউরোপ। প্রবাসে সাধারণ মানুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বর্তমান সময়ে বাসায় অবস্থান করছেন। করোনার প্রভাবে সারা ইউরোপের অর্থনীতিতে ইতোমধ্যেই পড়েছে ব্যাপক প্রভাব। কতদিন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে এটিই এখন প্রশ্ন সবার।

এর আগে সাইপ্রাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড ৩৫ জন ছিল। আগের রেকর্ড ছাড়িয়ে আজকে একদিনে সর্বোচ্চ ৫৮ জন আক্রান্ত হয়েছে। খবর নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কোন্সতানদিনুস ইয়ান্নো। এই পর্যন্ত সর্বমোট ৩২০ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

এ ছাড়া দুই সপ্তাহ ধরে সাইপ্রাসে চলছে জরুরি অবস্থা। বিশেষ কারণ ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বের হলেই ১৫০ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় প্রবাসী বাংলাদেশিরাও আতংকে দিন কাটাচ্ছে।

ইউরোপে ইতালি এবং ইউরোপের অবস্থা সবচেয়ে কাহিল। শুধু এই দুই দেশেই ২১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া সাড়ে ৩ হাজার নিয়ে ফ্রান্স এবং প্রায় আড়াই হাজার নিয়ে যুক্তরাজ্যের অবস্থাও বিপর্যস্ত। নেদারল্যান্ডসেও মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বেলজিয়ামেও প্রাণহানি আটশ’র বেশি।

ইউরোপে প্রতি চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হচ্ছে স্পেন ও ইতালিতে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৫৬৩ মৃত্যু নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাজ্যে। এছাড়া একই সময়ে স্পেনেও রেকর্ড সর্বোচ্চ ৮৬৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। অথচ মহাদেশটির বেশিরভাগ দেশ অবরুদ্ধ। শিক্ষা-প্রতিষ্ঠান, কল-কারখান, অফিস-আদালত সব বন্ধ।

গত ডিসেম্বরে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ অঞ্চলের প্রায় ৯ লাখ মানুষকে আক্রান্ত করেছে। আক্রান্তদের মধ্যে ৪৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে আমাদের জন্য বেদনাদায়ক দুই সপ্তাহ আসছে।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের ৪ হাজার ছাড়িয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২ হাজার ১০ জন। কিন্তু আজ বুধবারের সর্বশেষ হিসাব বলছে, এ সংখ্যাটা ৪ হাজার ৭৬। অপরদিকে উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা ৩ হজার ৩১০ জন।

মো. মাহাফুজুল হক, সাইপ্রাস থেকে/এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]