ফিনল্যান্ডেও বাড়ছে করোনায় আক্রান্ত-মৃত, বিপাকে বাংলাদেশিরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৮ এপ্রিল ২০২০

ক্রমেই সারা পৃথিবীজুড়ে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ফিনল্যান্ডেও বাড়ছে মরণব্যাধী এ ভাইরাসের বিস্তার।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার (টিএইচএল ) জানিয়েছে, এখন পর্যন্ত দুই হাজার ৮৭ জন আক্রান্ত হয়েছে। আর এ ভাইরাসে দেশটিতে প্রাণ গেছে ৩৪ জনের।

এদিকে, দেশটির রাজধানী হেলসিংকিসহ বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছে। এদের অধিকাংশ বসবাস করে রাজধানী হেলসিংকির, ভানতা ও এসপো এলাকায়। এখানে ভারতীয়দের পরই বাঙালিরা রেস্টুরেন্ট ব্যবসা নিয়ন্ত্রণ করে। করোনার কারণে সরকারের পক্ষ থেকে লকডাউন জারি করায় অধিকাংশই বন্ধ রয়েছে। তাই সকলের মাঝে অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। সবমিলিয়ে, দেশটিতে বিপাকে রয়েছে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসীরা। যদিও অনেকেরই বাড়িতে খাবারসহ দরকারি জিনিসপত্র মজুত করেছে। তবে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা আছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্ত জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার বিস্তারকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। করোনার প্রভাবে যারা সাময়িকভাবে চাকরিচ্যুত অথবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার আর্থিক সহায়তার পরিকল্পনা করেছে। রাশিয়া, নরওয়ে ও সুইডেনের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের ঘোষণা করেছে।

এখন পর্যন্ত দেশটিতে কোনো বাংলাদেশি আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। লকডাউন বাস্তবায়নে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন।

এদিকে, দেশটিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে তাদের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে।

উল্লেখ্য, চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৪ লাখ ৩৬ হাজার ৮৪১ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৮২ হাজার ৪২১ জনের। এদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৩ হাজার ৭২৮ জন।

আব্দুল্লাহ ইকবাল, ফিনল্যান্ড/এফআর/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]