সাইপ্রাসে অসহায়দের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ত্রাণ

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৫ এপ্রিল ২০২০

মো. মাহাফুজুল হক, সাইপ্রাস থেকে

করোনা পরিস্থিতি মোকাবিলায় নর্থ সাইপ্রাসের সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে৷ এর মধ্যে চলমান লকডাউন ১০এপ্রিল পর্যন্ত থাকলেও এটি ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছে দেশটির হাজার হাজার মানুষ।

এমন দুর্যোগপূর্ণ অবস্থায় সরকার দরিদ্রদের ত্রাণ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এপ্রিলের শুরু থেকেই এ কার্যক্রম শুরু করেছে এবং প্রতিটি জেলায় জেলায় মিউনিসিপালের অধীনে ত্রাণ দিচ্ছে সরকার। প্রত্যেকেই নিজ নিজ জেলার মিউনিসিপাল থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে।

যদি কেউ যেতে না চায়, মিউনিসিপালে ফোন করে জানালে তারা ত্রাণ পৌঁছে দেবে। তবে এটা সবাই পাবে না। প্রকৃত অর্থেই যাদের ত্রাণ প্রয়োজন শুধু তাদেরকেই দেওয়া হবে। এদিকে করোনাভাইরাস মোকাবিলার জন্য গ্রিক সাইপ্রাসের দ্বারস্থ হয়েছেন নর্থ সাইপ্রাসের প্রেসিডেন্ট
মোস্তফা আকিঞ্জি।

রাষ্ট্রপতি মোস্তফা আকাঞ্জি গ্রিক সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনস্তাসিয়াডিসের সাথে টেলিফোনালাপ করেছেন। গ্রিক সাইপ্রাসের কাছে তিনি চিকিৎসা সরঞ্জাম সহায়তা চেয়েছেন। নিকোস আনাস্তাসিয়াডিস জানিয়েছেন, করোনাভাইরাসের জন্য ব্যবহৃত ২ হাজার ক্লোরোকুইন ড্রাগস পরের সপ্তাহ থেকে নর্থ সাইপ্রাসে সরবরাহ করবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে সর্বমোট ১০০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রিকোভার হয়েছে ৬৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৩ জন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]