কাতারে করোনায় আক্রান্ত সাড়ে ৪ হাজার, আতঙ্কে বাংলাদেশিরা

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৭ এপ্রিল ২০২০

কাতারি ও অভিবাসী মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই ছোট দেশটিতে প্রায় ২৫ লাখ মানুষের বসবাস। মহামারি করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত তিন বাংলাদেশিসহ সাত জন মারা গেছেন। কাতারে শুক্রবার ৫৬০ জনসহ এখন পর্যন্ত ৪ হাজার ৬৬৩ জন করোনাভাইরা আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

দেশটির বাংলাদেশ দূতাবাসের সূত্রমতে, কাতারে ৫০০ এর বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ছোট দেশ হিসেবে এত বেশি আক্রান্ত হওয়ায় প্রবাসীরা আতঙ্কে দিন পার করছে।

কাতার ফটিকছড়ি সমিতির সভাপতি আব্দুল আল মঞ্জুর বলেন, ‘দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছেই করোনা আক্রান্তের সংখ্যা, এত বেশি লোক আক্রান্ত হওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। আমরা দেশটিতে পরিবার নিয়ে বসবাস করি তাই আরও বেশি ভয় পাচ্ছি’।

কাতার প্রবাসী চট্টগ্রাম সন্দ্বীপের মোহাম্মদ মোক্তাদের মাওলা বলেন, এখানে তিনজন বাংলাদেশি করোনাভাইরাসে মারা যাওয়ায় চরম আতঙ্কে আছি, ১২ মার্চ থেকে কর্মসংস্থান বন্ধ থাকায় বাসায় অবস্থান করছি, কাতারে বসবাসরত প্রবাসীদের ভাইদের প্রতি অনুরোধ জীবনের নিরাপত্তার জন্য সকল বাংলাদেশিরা সচেতন হন’।

কাতার সরকার করোনাভাইরাসে কোন দেশের কতজন নাগরিক আক্রান্ত হয়েছেন তা না জানালোও বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে কাতারে ৫০০ এর বেশি প্রবাসী বাংলাদেশি এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ৫৮.৩২৮ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে ৪৬৪ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]