আমিরাতে করোনা কেড়ে নিল চট্টগ্রাম প্রবাসীর প্রাণ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪ এএম, ২১ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে মহামারি করোনাভাইরাস কেড়ে নিল মোহাম্মদ বেদারুল ইসলাম নামে এক চট্টগ্রাম প্রবাসীর প্রাণ। তার বয়স হয়েছিল ৫১ বছর।

১০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুধাবির মদিনা যায়েদ এনএমসি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রোববার (১৯ এপ্রিল) রাত ১১টায় তার মৃত্যু হয়।

বেদারুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি থানার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

গত ২৭ বছর ধরে আমিরাতে বসবাস করে আসছেন বেদারুল ইসলাম। আবুধাবির আল মুশরিফ এলাকায় এক আরবীয়র বাসায় কাজ করতেন তিনি।

বিএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]