বাসায় থেকেই করোনামুক্ত হলেন ছাত্রলীগ নেতা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৩ এপ্রিল ২০২০

হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাসায় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন রাজু খান নামে এক বাংলাদেশি শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটিতে বসবাসকারী নিউজার্সি স্টেট ছাত্রলীগ নেতা ও নিউজার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটির কম্পিউটার টেকনোলজি অ্যান্ড মেডিকেল ইনফরম্যাটিক্স ডিপার্টমেন্টের শেষবর্ষের ছাত্র রাজু খান কিভাবে করোনা সংক্রমিত হয়েছিলন সেটা তিনি বুঝতে পারেননি।

রাজু জনান, ১৪-১৫ দিন আগে জ্বর, সর্দি কাশি অনুভব করেন। প্রথমে স্বাভাবিক সিজনাল জ্বর মনে করে ২ দিন বাসায় থাকার পর যখন জ্বর কমেনি, সাথে প্রচণ্ড মাথাব্যথা শুরু হয় তখন, সে নিজে থেকে পেসাইক কাউন্টি ড্রাইভ ত্রো কোবিড ১৯ টেস্টিং সাইটে গিয়ে দীর্ঘ তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে করোনা টেস্টের জন্য নমুনা জমা দেন। জমা দেওয়া পর রাজুকে বাড়ি পাঠিয়ে দিয়ে দায়িত্বে থাকা স্বাস্থকর্মীরা বলেন, টেস্টের রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে ৭২ ঘণ্টার মধ্যে জানানো হবে। আর নেগেটিভ হলে রিপোর্ট আর দেয়া হবে না।

এরপর ঠিক ৭২ ঘণ্টা পরে তাকে ফোন করে জানিয়ে দেওয়া হয় তার নমুনা পজিটিভ এবং বাসায় আইসোলেশনে থাকার পরামর্শ নির্দেশ দেন এবং তার প্রাইমারি চিকিৎসক ড. রেহেনা রব ডিএনপি-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। আর শ্বাস-প্রশ্বাস কষ্ট হলেই হাসপাতালে যেতে।

এরপর থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ সর্দি, জ্বর কাশির ওষুধ গ্রহণ করে ১৪ দিন আইসোলেশনে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন।

করোনামুক্ত হওয়ার পর রাজু জানায়, করোনা পজিটিভ থাকলেও হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাসায় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে সাধারণ প্রতিরোধের নিয়ম মেনে ভিটামিন সি যুক্ত খাবার খেয়ে খুব সহজেই করোনামুক্ত হওয়া যায়।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৪ হাজার ৫৭৫ জন। অপরদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮১৭ জনের।

দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসনের (সিডিসি) তথ্য অনুযায়ী, দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২ হাজার ৫৮৩। অপরদিকে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে মোট ৪৪ হাজার ৫৭৫ জন।

তবে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪। অপরদিকে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৬৭৬ জনের।

ইতোমধ্যেই প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৪ হাজার ৫০ জন। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৪ হাজার ১৬ জন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে করোনাভাইরাসের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে সবধরনের অভিবাসন স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এ বিষয়ে এক নির্বাহী আদেশ জারি করেন তিনি।

দেশটির কোনো কোনো রাজ্যে লকডাউন খুলে দেওয়ায় সমালোচনার ঝড় বইছে। অন্যদিকে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি দুটি রাজ্য নিউইয়র্ক ও নিউজার্সি। করোনা রোগী সামাল দিতে সেখানকার হাসপাতালগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

তবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবদেশের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি, যুক্তরাষ্ট্র/এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]