ফ্রান্সে বাংলাদেশিদের জন্য আইসোলেশন সেন্টার খুলল আয়েবা
ফ্রান্সের রাজধানী প্যারিসে করোনাভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) উদ্যোগে একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। প্রাথমিকভাবে সেন্টারটিতে ছয়জন চিকিৎসা নিতে পারবে বলে জানা গেছে।
ইউরোপের সর্ববৃহৎ সংগঠন অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ জানান, আমরা কিছুদিন ধরেই ভাবছিলাম বাংলাদেশিদের জন্য কিছু করার। প্রবাসীদের সুখে-দুঃখে আয়েবা সবসময় ছিল। অদূর ভবিষ্যতেও থাকবে।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, এখনো পর্যন্ত প্রায় দেড় লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একুশ হাজারের বেশি। গুরুতর অসুস্থ না হলে ফ্রান্সের হাসপাতালে ভর্তি না হতে পরামর্শ দেয়া হয়েছে সংগঠনটি থেকে। অল-ইউরোপ বাং
আয়েবা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই আইসোলেশন সেন্টারে ছয়জন থাকতে পারবে। তাদের থাকা খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে আয়েবা। এই উপলক্ষে তাদের একটি হেল্প ডেস্কও খোলা হয়েছে। পাশাপাশি আয়েবার পক্ষ থেকে বিভিন্ন পরিবার ও ব্যক্তিরা যারা সাময়িক বিপাকে পড়েছেন তাদের জন্য ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
এদিকে দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার জানিয়েছেন, লকডাউনের সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সব রেস্টুরেন্ট, বার ও ক্যাফে খুলে দেয়া হবে। তবে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত এলাকাগুলোতে ১১ মের পরেও কিছু নিষেধাজ্ঞা জারি থাকবে।
করোনার প্রকোপ ঠেকাতে মার্চের মাঝামাঝি দেশজুড়ে লকডাউন জারি করে ফ্রান্স। তবে এতে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ফলে মহামারির দ্বিতীয় ধাক্কা নিয়ন্ত্রণে রেখে কীভাবে ব্যবসা-বাণিজ্য চালু রাখা যায় সেই চেষ্টা করছে দেশটির সরকার।
গত ১৭ মার্চ থেকে ফ্রান্সে লকডাউন শুরু হয়েছে। দেশটির ছয় কোটি ৭০ লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার।
ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকে/এমআরএম/এমকেএইচ